সিলেট ‘ল’ কলেজে হামলার ঘটনার নিষ্পত্তি

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০নভেম্বরঃ সিলেট ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট ‘ল’ কলেজে ক্লাস চলাকালিন অবস্থায় অনাকাংকিত হামলার ঘটনার জন্য ক্ষমা চান ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান।

    বুধবার(০৯ নভেম্বর) ক্লাসে উপস্থিত হয়ে সকল আইন শিক্ষার্থীর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করে ঘটনার নিস্পত্তি করেন।

    সূত্রে জানা যায়, ‘ল’ কলেজে ক্লাসে হামলার ঘটনা ভিবিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর শুভবুদ্বির উদয় হয় ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান ছাদিকের। তিনি তার ভূল বুজতে পেরে ল কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল কাদির ও আব্দুল আলিমের সমন্বয়ে সকল ছাত্র/ছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি ভুল করেছি, আপনারা আমাকে যে শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব, আমি আপনাদের গোলাম, আমরা সবই ভাই ভাই, গত কালের অনাকাংকিত ঘটনার জন্য আমি আপনাদের কছে ক্ষমা প্রার্থনা করছি।

    পরে হামলায় আগাত প্রাপ্ত আইন শিক্ষার্থী সুহেলকে বুকে জরিয়ে দরে কোলাকোলি করেন ছাদিকুর রহমান ছাদিক।

    এ ব্যাপারে শিক্ষার্থীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ কে ঘটনার সমাধানের ব্যাপারে অবগত করা হয়। এতে ইপস্থিত ছিলেন, ‘ল’ কলেজ ছাত্রলীগ নেতা সতিশ সরকার রাজু, জহিরুল পাপ্পু,এ আর জাবেদ, সুমন, সাহরিয়ার, মামুন আহমেদ, তামিম রাহমান, সাংবাদিক আশরাফুর রহমান, অলি, আবুল কালাম, সাংবাদিক মো: কয়েছ মিয়া, ফয়ছল, কল্লোল, মারুফ সহ প্রায় ৩০জন আইন শিক্ষার্থী।

    উল্লেখ্য, গত মঙ্গলবার(৮নভেম্বর) ক্লাস শিক্ষকের সামনেই ছাত্রলীগ নেতার নির্দয়ভাবে হামলার শিকার হন এক আইন শিক্ষার্থী।