সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    0
    194

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,৩০এপ্রিল,সুনামগঞ্জ প্রতিনিধি: ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া,অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রহিবুল আলম, সিনিয়র সহকারি জজ মুহাম্মদ জালাল উদ্দিন,অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, ডেপুটি জেলার মাহমুদুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম, সহকারি কৌশলী (জেপি) গোলাম মতুর্জা, পিপি ড. খায়রুল কবির রোমেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার উপদেষ্টা ড. মফচ্ছির মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক ঝলক রায়, লিগ্যাল এইডের বিচারপ্রার্থী মোছা. তানজিনা বেগম ও আবুল কালাম প্রমুখ।

    র‌্যালিতে মুক্তিযোদ্ধা,মানবাধিকার সংগঠনের কর্মী,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা  অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে একাধারে ৩ বারের নির্বাচিত জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নাজনিন বেগমকে সম্মাননা ও বিপ্লব ভট্টাচার্যকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সভায় যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম,যুগ্ম জেলা জজ কুদরত-ই এলাহী,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম,জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ মোতাহার হোসেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম,জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান পীর, এডিশনাল পিপি এডভোকেট নান্টু রায় ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলালসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গরা উপস্থিত ছিলেন।