সুনামগঞ্জে বিভিন্ন রোগী ও আর্থিক সহায়তা কর্মসূচি

    0
    210

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৯মে,জাহাঙ্গীর আলম ভুঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ক্যান্সার,কিডনী,লিভার,সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচির চক ও সুদমুক্ত ঋন বিতরণ করা হয়।

    সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামসগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক ও সুদমুক্ত ঋন বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।

    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খাঁন মোতাহার হোসেন,জেলা প্রতিবন্ধী কর্মকর্তা তোফাজ্জল হোসেন,প্রকল্প কর্মকর্তা মোঃ মানিক মিয়া,জাপা নেতা ফারুক মেনর,সাজ্জাদুর রহমান সাজু প্রমূখ। এসময় তিনি সুদমুক্ত ঋণ ১০জনের মধ্যে ২০হাজার করে ২লক্ষ টাকা বিতরণ করেন।

    ক্যান্সার,কিডনী,লিভার,সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মধ্যে এককালীন ৫০হাজার করে ৯জনকে ৪লক্ষ ৫০হাজার টাকা বিতরণ করেন।