সুনামগঞ্জ ডলুরা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

    0
    246

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সদর উপজেলার জাহাঙ্গীর নগড় ইউনিয়নের নারায়নতলা এলাকায় সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০মিনিটে পর্যন্ত সুনামগঞ্জ এর ২৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম ও ভারতের ১১বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কুলদিপ শিংয়ের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
    ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম জানান,বৈঠকে সীমান্তে মাদকদ্রব্য,গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ করার লক্ষে নিরাপত্তা জোরদার এবং সীমান্তে শুন্য রেখা থেকে ১৫০গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্তের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
    এসময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি)এর ষ্টাফ অফিসার,কোম্পানী কমান্ডার,বিওপি কমান্ডার এবং ১১বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার,কোম্পানী কমান্ডার,ক্যাম্প কমান্ডারগণ অংশগ্রহণ করেন।