স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসিক প্লটের কাজ শুরু

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মার্চ,এম ওসমানঃ নড়াইলে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য “সাইট এ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ণ” প্রকল্পের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে গণপূর্ত মন্ত্রণালয়ের হাউজিং সেল এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রকল্পের জন্য ইতোমধ্যে প্রায় ১৭ একর জমি অধিগ্রহন করা হয়েছে। নকসা অনুযায়ী এ প্রকল্পের আওতায় মোট ১৭৩ টি প্লট, ১টি বিদ্যালয়, একটি খেলার মাঠ, ১টি মসজিদ, ১টি স্বাস্থ্য কেন্দ্র, একটি মার্কেট এবং একটি প্রধান সড়কসহ কয়েকটি শাখা সড়ক নির্মানের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে সভায় জানানো হয়। এ জন্য ১৯ কোটি ১৬ লক্ষ ৭৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সভা শেষে অধিগ্রহনকৃত জমির মূল্য পরিশোধের লক্ষ্যে জেলা প্রশাসক জমির মালিকদের মধ্যে চেক প্রদান করেন।