হবিগঞ্জে ছাত্রলীগ ও গ্রামবাসীর সংঘর্ষে এক শিশুর মৃত্যু

    0
    202

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মার্চঃ হবিগঞ্জ সদরে বালু তোলা নিয়ে সংঘর্ষে তাসফিয়া আক্তার নামের এক শিশু মারা গেছে।রোববার রাত ১২টার দিকে সদরের মশাজান নোয়াবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে খোয়াই নদীতে বালু তোলা নিয়ে ছাত্রলীগের একদল নেতাকর্মীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে তাসফিয়া আক্তার নামের এক শিশু নিহত হয়েছে।

    সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, সংঘর্ষ থামিয়ে দেড় বছরের ওই শিশুর লাশ পুলিশ উদ্ধার করে এনেছে। তাসফিয়া নিহত হওয়া ছাড়াও অন্তত ১০ জন আহত হন বলে জানান তিনি।

    ওসি নাজিম উদ্দিন বলেন, “ওই গ্রামের নিকটবর্তি  খোয়াই নদীর একটি অংশ লিজ নিয়ে বালু উত্তোলন করে আসছে জেলা ছাত্রলীগ নেতা মুসা আহমেদ রাজু, ছাব্বির আহমেদ রনিসহ কয়েকজন। নদী থেকে বালু উত্তোলন করার সময় গ্রামের মুরব্বি আম্বর আলী, মন্নর আলীসহ কয়েকজন বাধা দেয়। এ নিয়ে মারামারি বাঁধে।”

    রাত ১১টার দিকে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর হয় বলে পুলিশ জানায়।

    হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে বলে ওসি জানান।