হবিগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দু’ই শতাধিক

    0
    222

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৭জুন,নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৫ গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত দুই শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসাদেয়া হয়েছে।
    এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
    স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের ফরিদ মিয়া পার্শ্ববর্তী পাটলি গ্রামের রাজ্জাক মিয়ার নিকট ১০ হাজার টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেলে পাওনা টাকা চাওয়ার এক পর্যায়ে রাজ্জাক মিয়ার পঞ্চায়েত নেতা ও ইউপি মেম্বার জহুর আলীর সাথে ফরিদ মিয়ার বাকবিতন্ডা ও সংঘর্ষ সৃষ্টি হয়। বিষয়টি দুই গ্রামের
    লোকজনের মধ্যে জানাজানি হলে গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
    সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জয়রামপুর গ্রামের পক্ষে আশপাশের আমিনপুর, নিতাইরচক, কাটাখাল ও তেলিখাল গ্রামের লোকজন অংশ গ্রহন করে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসাদেয়া হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
    সংঘর্ষে উল্লেখ্যযোগ্য আহতরা হলো আহতরা হল, হাশেম মিয়া (৩৫), ময়না মিয়া (৪০), শাহিন (২২), সেলিম (২৮), উজ্জ্বল (১৯), রাসেল (২০), আহাদ (৩৫), ওয়াহেদ (৩৫), ফরিদ (৪০),আশিক (২৩), সাদেক (২৬), সাজু (২৭), সিকান্দর (৩২), আবুল কাশেম (৪২), সাস্তু (২৩), আছিয়া (৪৬), শফিক (২২), শামীম (১৮), অলিউল্লাহ (৩২), হাফিজ (২৯), সোহেল (২৪), সালেক (২৮), সফর (৪১), সাইফুল (২১), সেবুল (২০), সিজিল (১৯), শিষ আলী (৩৮), সালাহ উদ্দিন (২৩), লগুদ (২৪), রিপন (১৯), শাহ আলম (১৮), গিয়াস উদ্দিন (২২) হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফের সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।