হেফাজতের সাথে আপোষ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে

    0
    275

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৫মেঃ বাংলাদেশ যুব মৈত্রীর ৭ম জাতীয় সম্মেলন শেষে আজ ৫ মে ২০১৭ নবনির্বাচিত কমিটির প্রথম সভা সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে শহীদ আসাদ মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বিস্তর আলোচনা হয়।

    রাজনৈতিক আলোচনায় বতর্মান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিতে বলা হয় হেফাজত ইসলামের সাথে সরকারের বৈঠক অবশ্যই অসাম্প্রদায়িক রাজনীতি ও রাষ্ট্রের বিপরীতে মুখ্য নীতি। যা কোনভাবেই গণতন্ত্রের জন্য সহায়ক নয়। গণতন্ত্রকে দেশে প্রতিষ্ঠিত করতে চাইলে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। আন্তর্জাতিক পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ বিশ্ববাসীকে আতংকগ্রস্ত করেছে।

    আমেরিকার যুদ্ধ নীতির বিরুদ্ধে ও জঙ্গিবাদী রাজনীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই জনগণের কাছে তরুণ যুবদের স্বপ্ন বাস্তবায়ন যুব মৈত্রীকে অগ্রণী ভূমিকা নিতে হবে। কেন্দ্রীয় কমিটির সভা পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থিত ছিলেন- আনিসুর রহমান মিথুন, অনুপ কুমার পিন্টু, মুর্শিদা আক্তার ডেইজী, মোঃ তৌহিদ, মনির উদ্দিন আহমেদ পান্না, আব্দুল আহাদ মিনার, কায়সার আলম, তাইজুল ইসলাম রোম, অরুন কুমার ঘোষ, মনিরুজ্জামান মনির, শফিকুল ইসলাম শফিক, আতিকুর রহমান আতিক, মাহবুবুল আলম জনি, এ্যাড. মোঃ এমরান হোসেন চৌধুরী, মুতাসিম বিল্লাহ সানি, তাপস দাস, ফায়জুল হক বালী ফারাহীন, বেলাল বাঙালী, আল-আমিন মাহাদী, মামুন-অর রশীদ, মাসুম আকতার অনীক, মোঃ মাহবুবুল আলম, শাহীন হোসেন, মুহাম্মদ জামাল উদ্দিন, হিমাংশু মিত্র, মোঃ আফরুজ আলী, শফিকুল ইসলাম শিকদার, এখলাসুর রহমান, দেওয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন, এম এম মিলটন, মোঃ মিজানুর রহমান মিজান, কাজী মাহমুদুল হক সেনা, সুব্রত সানা, শংকর মনডল, মোঃ শফিকুল ইসলাম মুকুল, মনোয়ার হোসেন জুয়েল, মোঃ মামুন মোল্লা, আশা মণি, ভবেশ চন্দ্র রায়, ইকবাল বাহার বাবু, আব্দুল খালেক বকুল, মোঃ ওমর ফারুক সুমন, সৃজন বিশ্বাস, সারোয়ারুল ইসলাম টিয়া, এ্যাড. মোঃ কামরুল হোসেন জোয়ার্দ্দার, মাইনুল ইসলাম, মোঃ পারভেজ আলম বাচ্চু, ইবনুল খান জুয়েল, মোঃ ইয়াদুল ইসলাম, জাহিদুর রহমান, মোস্তফা হুমায়ুন কবীর, বিদ্যুৎ চৌধুরী, টিপু সুলতান, পল্লব সরকার, মানিক হাওলাদার প্রমুখ।

    আগামীকাল সাড়ে ১০টায় একই স্থানে কেন্দ্রীয় নেতাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রেস বার্তা।