১৪ বছরের সাজা রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬’ প্রণয়ন

    0
    440

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জানুয়ারীদেশে সর্বোচ্চ ১৪ বছর সাজা রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬’ প্রণয়নের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

    রোববার দুপুরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে বলা হয়, সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হলেও সর্বনিম্ন শাস্তি নির্ধারণ করা হয়নি। এটা অপরাধের মাত্রা অনুযায়ী নির্ধারণ করা হবে। প্রস্তাবিত এ আইন পূর্ণাঙ্গ আইনে পরিণত হলে বিদ্যমান তথ্য প্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬ ও ৫৭ ধারা ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে নিয়ে আসা হবে।

    আইনমন্ত্রী বলেন, ৫৭ ধারা নিয়ে সাংবাদিকদের মধ্যে একটি শঙ্কা আছে জানি। নতুন ডিজিটাল আইন প্রণয়ন হলে তা থাকবে না আশা করি। তবে, এই বিষয়ে ঠিক কী পরিবর্তন আসছে তা উল্লেখ করেননি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ।