১৬মাস পর মৌলভীবাজারে আসা ভারতীয় দুই নাগরিকের মুক্তি

    0
    531

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মে,শিমুল তরফদারঃ বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে সাজাপ্রাপ্ত ভারতীয় দুই নাগরিক ১৬ মাস কারা ভোগ করার পর মুক্তি পেয়েছেন।

    মৌলভীবাজার জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, ভারতীয় নাগরিক  জয়ন্তি বিশ্বাস ও তাঁর ছেলে প্রাণতোষ বিশ্বাস ২০১৬ সালের ২৩ ফেব্রয়ারি মৌলভীবাজারের জুড়ী এলাকায় বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির হাতে আটক হন তারা। গত বছর ১০ এপ্রিল আদালত তাদেরকে ১ মাস ১০ দিনের কারাভোগের রায় প্রদান করেন। এরপর থেকে মৌলভীবাজার কারাগারে ছিলেন তারা।

    দুই দেশের আইনী কার্যক্রম শেষে আজ সকালে জয়ন্তি বিশ্বাস ও ছেলে প্রাণতোষ বিশ্বাস কারামুক্ত হয়েছেন। তাদেরকে মৌলভীবাজার পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

    এরপর পুলিশ -বিজিবির মাধ্যমে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে।