২০১০ সালের আগের মামলার দ্রুত নিষ্পত্তি চাই

    0
    212

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২ডিসেম্বরঃ  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)বলেছেন,”মামলাজট কমাতে পুরোনো মামলা নিষ্পত্তিতে বিচারক ও আইনজীবীদের আরো আন্তরিক হতে হবে। বিশেষ করে ২০১০ সালের আগের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হওয়া চাই।”

    বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির রজতজয়ন্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

    প্রধান বিচারপতি বলেন, সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে। আমারও আগ্রহ রয়েছে এ বিষয়ে। কিছু বিচারপতির পদ শূণ্য রয়েছে। এগুলো পূর্ণ করার কাজ চলমান। বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে আইনসেবা প্রত্যাশী মানুষরা উপকৃত হবেন।
    প্রধান বিচারপতি আরো বলেন, আইনজীবীরা হচ্ছেন জাতির বিবেক। তাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদান করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।
    সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শমিউল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জিপি খাদেমুল মিল্লাত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম।-বাসস