২০১৫শিক্ষাবর্ষে এবতেদায়ীতে অভিন্ন পাঠ্যপুস্তকঃশিক্ষামন্ত্রী

    0
    212

    আমারসিলেট24ডটকম,১৫জুনঃ ২০১৫ শিক্ষাবর্ষে এবতেদায়ী স্তরের জন্য অভিন্ন পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    আজ রোববার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে বরিশাল-৪ আসনের সংসদসদস্য পংকজ নাথের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জাতীয় সংসদকে এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে এবতেদায়ী স্তরেরকুরআন মজিদ, আকাইদ ও ফিকহ এবং আরবি বিষয়ের কারিকুলাম রিভিউ-উন্নয়ন করাহয়েছে। ওই কারিকুলামের আলোকে পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা শেষে এনসিটিবিরসহায়তায় মুদ্রণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

    মন্ত্রী আরও জানান, এনসিটিবির মাধ্যমে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশও বিশ্বপরিচয় পাঠ্যপুস্তক মাদরাসা শিক্ষার উপযোগী করে মুদ্রণের কার্যক্রমচলছে। ২০১৫ শিক্ষাবর্ষে এবতেদায়ী স্তরের জন্য অভিন্ন পাঠ্যপুস্তক মুদ্রণ ওবিতরণ করা হবে।