৪০লাখ মানুষ জিকায় আক্রান্ত হতে পারে:স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

    0
    263

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জানুয়ারীঃ আমেরিকা মহাদেশে চলতি বছর ৩০ থেকে ৪০ লাখ মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এ আশংকা ব্যক্ত করেছে। এডিস মশার বিশেষ প্রজাতি জিকা ভাইরাস ছড়িয়ে থাকে। জিকা আক্রান্ত বেশিরভাগ ব্যক্তিরই রোগের কোনো উপসর্গ প্রকাশ পায় না।

    এ রোগে আক্রান্ত গর্ভবতী মায়েদের সন্তানদের মাথা স্বাভাবিকের চেয়ে আকারে ছোট হয় বলে এই মুহূর্তে ধারণা করা হচ্ছে। এতে সন্তানের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ঘটে না এবং সন্তান স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে যায়।

    ব্রাজিলসহ আমেরিকা মহাদেশের ২০টিরও বেশি দেশে জিকা’র উপস্থিতি ধরা পড়েছে।

    এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস ব্যাচ বলেন, রিও ডি জেনেরিওতে চলতি বছর অনুষ্ঠেয় খেলাগুলোতে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ নেয়া হচ্ছে।

    অন্যদিকে আমেরিকা বলেছে, চলতি বছরের শেষ নাগাদ মানুষের ওপর পরীক্ষামূলকভাবে জিকা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হতে পারে।

    এ ছাড়া, জিকা নিয়ে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেবে হু। পশ্চিম আফ্রিকায় ইবোলা দেখা দেয়ার পর সর্বশেষ আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ইবোলায় ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে।irib