৭ই মার্চের ভাষণ,মৌলভীবাজারে উদ্বোধন হলো বজ্রকন্ঠ

    0
    281

    আলী হোসেন রাজন,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ স্মরণে মৌলভীবাজার উদ্বোধন হলো বজ্রকন্ঠ।
    আজ ৭মার্চ শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার শহিদ মিনার প্রাঙ্গনে জেলা পরিষদের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন,জেলা প্রশাসক নাজিয়া শিরিন,জেলা পুলিশ সুপার ফারুক আহমদ।
    এসময় বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন ৭ মার্চ । ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসভায় লাখ লাখ জনতার উদ্দেশে এক ঐতিহাসিক ভাষণ দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ৭ মার্চ ভাষণকে আগামী প্রজম্ম জনানর জন্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ছবি দিয়ে বজ্রকন্ঠ নির্মাণ করা।
    পরে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।