আন্দোলনের নামে বিবেক বর্জিত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহবান

    0
    251

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭ফেব্রুয়ারী,এস. এম. সুলতান খান: বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির এক সভা আজ বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির।

    সভায় উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, নিলুফার জাফর উল¬াহ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, মেহজাবিন খালেদ এমপি, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন আক্তার কামাল, এম. মিজানুর রহমান, সাবেক এমপি নাজমা আক্তার, ফরহাদ হোসেন, সৈয়দ শাইখূল আরেফীন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মো. আমিনুল ইসলাম, খান মঈনুল ইসলাম মোস্তাক, মাসুদ হোসেন খান, ব্যারিস্টার বিপ¬ব বড়–য়া ও আরিফুল হাই রাজীব। সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নেতৃবৃন্দ বিএনপি-জামাত ২০ দলীয় জোটের রাজনৈতিক আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা ও বিবেক বর্জিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

    সভায় অবিলম্বে এ ধরণের গণতন্ত্র, মানবতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি-জামাত ২০ দলীয় জোট আজ নিরীহ, নিরপরাধ সাধারণ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, পেট্রোল বোমা দিয়ে নির্মমভাবে মানুষ পুড়িয়ে মারছে ও ক্ষতিগ্রস্ত করছে দেশের অর্থনীতি।

    হরতাল-অবরোধের নামে দেশের ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবন ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সভায় বিএনপি-জামাত ২০ দলীয় জোটের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে সকল দেশী-বিদেশী ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন ও রাষ্ট্র প্রতিবাদ জানিয়েছেন, তাদের স্বাগত জানানো হয়।

    একইসাথে এই অশুভ শক্তির সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, চোরাগুপ্তা পেট্রোল বোমা হামলার বিরুদ্ধে দেশ-বিদেশের বিবেকবান গণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।