অতীতেও পারফর্ম করেই জবাব দিয়েছেন সাকিব আল হাসান

0
144

আমার সিলেট ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আরেকবার ২০১১ বিশ্বকাপেও অধিনায়ক থাকার সময়। দলের একটানা পরাজয়ে মাঠে দর্শকদের দুয়োধ্বনি পেয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন। মাঠে ও মাঠের বাইরে অনেক কর্মকান্ডে বিতর্কিত ও সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। আচরণগত কিছু অযাচিত ব্যাপার থাকলেও মাঠের দুর্দান্ত পারফর্ম্যান্সে সবসময়ই ক্রিকেটপিপাসুদের মনে ঠাঁই করে নিতে পেরেছেন। কিন্তু এবার বিশ্বকাপে সেই পারফর্ম্যান্সও নেই। দ্বিতীয়বার বিশ্বকাপে দলের নেতৃত্বে এসে ১২ বছর আগের পরিস্থিতিরই যেন পুনরাবৃত্তি দেখছেন। এর মধ্যে দলকে রেখে ঢাকায় আসেন যা নিয়ে নানাবিধ সমালোচনা ও বিতর্কের তৈরি হয়। এমনকি মিরপুরে বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করে ফেরার সময় উপস্থিত সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন। রাতেই কলকাতায় যোগ দিয়েছেন দলের সঙ্গে। অতীতে এরকম বিরূপ পরিস্থিতিতেই বারবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি এবং দারুণ পারফর্ম করেই জবাব দিয়েছেন। আজ নেদারল্যান্ডসের সঙ্গে কি সেই উত্তাপ দেখা যাবে তার ব্যাটে-বলে? অধিনায়কের দেশে ফেরাকে সমর্থন জানিয়ে অবশ্য তাসকিন আহমেদ দাবি করেছেন নিয়ম মেনেই ঢাকায় এসেছিলেন সাকিব এবং তার বিষয়টিকে সতীর্থরা স্বাভাবিকভাবেই নিয়েছেন।

এশিয়া কাপের মধ্যেও দলকে শ্রীলঙ্কায় রেখে ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকায় ফেরেন সাকিব। তুমুল সমালোচনার মধ্যে ফিরে গিয়ে ভারতের বিপক্ষে জয় এনে দেন। কিন্তু এবার বিশ্বকাপ মঞ্চে দলকে রেখে দেশে ফিরে আসার বিষয়টি দেশ-বিদেশের গণমাধ্যমে বেশ আলোড়ন তৈরি করে। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে দলের অনুশীলনে তিনি উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনে ডানহাতি পেসার তাসকিন এসেছেন। তাকে ভারতীয় সাংবাদিক প্রশ্ন ছুড়েছেন সাকিবকে নিয়ে। এ বিষয়ে তাসকিন বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন।’ ঢাকায় ফিরে ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ২ দিন ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাকিব। কিন্তু অভিযোগ রয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিছুই জানতেন না। সতীর্থরাও মুম্বাই থেকে কলকাতায় আসার সময় বাসে উঠেই জানতে পারেন। তবু তাসকিন বলেছেন, ‘আমরা সতীর্থরা তাঁর এই যাওয়ায় প্রশংসাই করেছি। তাঁর ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।’

সাকিব এবার ৪ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন এবং রান করেছেন যথাক্রমে ১৪, ১, ৪০ ও ১। কিন্তু চাপে পড়লেই তিনি ভালো কিছু করেন। সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে সেই সুযোগ আজ তার ব্যাটে-বলে নিজেকে মেলে ধরে সব সমালোচনার জবাব দেওয়ার। ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করা কতখানি ফলদায়ক হয়েছে সেটারও প্রমাণ দিতে পারবেন। সাকিব না থাকায় টিম স্পিরিট নিয়েও সমস্যা হয়নি দাবি তাসকিনের, ‘টিম স্পিরিট নিয়ে কোনো সমস্যা হয়নি। এটা দলের মধ্যে প্রভাবও তৈরি করেনি। সাকিব ভাই দেশে গিয়েছিলেন নিজের খেলার কিছু উন্নয়নের জন্যই। তিনি এখানে ফেরার পর আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছি। দলের অফিসিয়াল অনুশীলনের আগেই তো তিনি ফিরে এসেছেন।’