ইজরায়েলের নির্বিচারে বোমা হামলায় শিশুও নারীসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ১০০২২ জনে

0
152

আমার সিলেট ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০,০২২জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এরমধ্যে ৪৮০০ শিশু ২৫০০ নারী রয়েছে। ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ১৫২ জন নিহত হয়েছে। আহত কয়েক হাজার। এদিকে ইসরায়েলে হামাসের হামলায় কমবেশি ১৬০০ জনের ও বেশি মানুষ নিহত হয়েছে। যদিও এখন পর্যন্ত মোট হিসাব পাওয়া যায়নি।

গাজা জুড়ে ভারী বোমাবর্ষণ অব্যাহত থাকায়, জাতিসংঘসহ ১৮ টি বিভিন্ন মানবিক সংস্থা “অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির” আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে৷

অপরদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ইসরায়েলের “বর্বর নির্মূল যুদ্ধের” নিন্দা করেছে।

জাতিসংঘ বলেছে যে গাজায় 88 UNRWA কর্মী নিহত হয়েছে, যা “এখন পর্যন্ত একটি একক সংঘর্ষে জাতিসংঘের প্রাণহানির “সর্বোচ্চ সংখ্যা”।

জর্ডান বলেছে, যে তার বিমান বাহিনী প্যারাসুট করে গাজার জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে।