কমলগঞ্জের ১৩৫ বছরের বৃদ্ধা সেই আকল বিবি আর নেই

    0
    255

    আমারসিলেট24ডটকম,২৫ডিসেম্বর,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৩৫ বছরের সেই বৃদ্ধা আকল বিবি আর নেই। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বার্ধক্যজনিক রোগে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-পত্নি-খন্তি(স্থানীয় ভাষা)সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মরহুমার নামাজের জানাযা শেষে বনগাঁও কবরস্থানে তাকে দাফন করা হয়।

    মৌলভীবাজারের কমলগঞ্জের “আকল বিবির বয়স ১৩৫, বয়স কত হলে বয়স্ক ভাতা পাওয়া যায়!” শীর্ষক সংবাদ সচিত্র সংবাদ সমকাল সহ কয়েকটি অনলাইনে প্রকাশ হওয়ায় কালের স্বাক্ষী আকল বিবিকে দেখতে তার বাড়িতে মানুষের ঢল নামে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে আকল বিবির খোঁজ খবর নিতে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন। এ সময় তিনি আকল বিবির সুখ-দুখের ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা করেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদকে জরুরী ভিত্তিতে আকল বিবিকে বয়স্ক ভাতার অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন।

    অবশেষে সকল প্রক্রিয়া সম্পন্নের পর কমলগঞ্জ ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে গত ১১ জুন এই বৃদ্ধাকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছিল।