কমিউনিটি ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্য সেবার রুলমডেলঃবিএম এ মহাসচিব

    0
    209

    আমারসিলেট24ডটকম,নভেম্বরঃ শুত্রবার সিএইচসিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কামাল হোসাইন সরকারের সভাপতিত্বে ঢাকা বিএমএ ভবনের অডিটরিয়ামে বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের সম্মেলনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব (বিএমএ) অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক নির্মান করে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ২০০৯ থেকে ২০১৪ জুন পর্যন্ত প্রায় ৩১ কোটি ভিজিটের মাধ্যমে গ্রামীণ জনগন কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা গ্রহন করেছে। প্রায় ১০ হাজার নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক কোন সমস্যা হয় নি। সরকার প্রায় ৫০০শত কোটি টাকার ঔষধ গ্রামীণ জনগণের কাছে বিনামূল্যে বিতরণ করেছে। এটি স্বাস্থ্য সেবার যুগান্তকারী পদক্ষেপ। মাতৃ এবং শিশু মৃত্যু ব্যপকভাবে হ্রাস পেয়েছে। কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (ঈঐঈচ) গণ হত দরিদ্র জণগনের দোড়গোরায় স্বাস্থ্য পৌছে দিচ্ছে বলেই সদর হাসপাতাল গুলোতে রোগীদের ভির অনেকটা কম দেখা যায়। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগন এখনও উন্নয়নখাতে চাকুরী করে। তাদের চাকুরী জাতীয়করণ দরকার।

    উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের সভাপতি মিসেস সাবিনা শারমিন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আলমাস আলী খান, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব

    আসাদুজ্জামান জুয়েল, সিএইচসিপিদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের আফাজ উদ্দিন লিটন, সায়েম হাসান, চট্রগ্রাম বিভাগের নায়েম হোসেন, বরিশাল বিভাগের রাশেদুল সঙ্গীত, খুলনা বিভাগের আবু সাঈদ, রংপুর বিভাগের মোঃ বায়জিদ, সিলেট বিভাগের সায়ফুল আলম রোকন, হান্নান সিদ্দিকী, নজরুল ইসলাম, ইউনুস আলী, আব্দুল কাইয়ুম, ঢাকা বিভাগের আফজাল শরিফ, শামিম আহমেদ প্রমূখ।

    সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে কামাল হোসাইন সরকারকে সভাপতি, আফাজ উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক ও শামিমকে যুগ্ম সম্পাদক করে বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন।