কুলাউড়ার ৭ ইউনিয়নে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী বুবলি

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ,ষ্টাফ রিপোর্টার: একমাত্র নারী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হলেন নার্গিস আক্তার বুবলি মৌলভীবাজারের কুলাউড়ার ৭ ইউনিয়নে মধ্যে তিনি একা নারী পদপ্রার্থী । তার পক্ষে ৯ বছরের পুত্র সন্তান ৩য় শ্রেণীর ছাত্র মোঃ তাহমীম মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ মার্চ এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

    বুবলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুলাউড়া সদর ইউনিয়ন থেকে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। তিনি ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহানের সহধর্মিনী।

    পারিবারিক জীবনে তাদের ৪ পুত্র সন্তান রয়েছে। জ্যেষ্ঠ পুত্র ৩য় শ্রেণির ছাত্র মোঃ তাহমীম তার পক্ষে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছে। বুবলি জানান, নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে তার অভিষেক হলো। যদিও তার স্বামী তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হয়েও এবার আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

    এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা অধ্যাপক শাহজাহান এ প্রতিবেদকে বলেন, ‘অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলের মতামত না নিয়ে আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তবে আমি দলের সিদ্ধান্তে অনড়।

    আমি আওয়ামী রাজনীতিতে আছি, থাকব। দলের সিদ্ধান্তের বাইরের কোনো কাজে আমি বিশ্বাসী নই। আমার স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করছেন, এতে আমার কোনো আপত্তি নেই।

    তিনি স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তার কার্যক্রম চালিয়ে যাবেন। আমি এই প্রত্যাশা করছি এবং সবার সহযোগিতা কামনা করি।

     সচেতন মানুষ হিসেবে আমি নারী স্বাধীনতাকে কোনোভাবেই ছোট করে দেখব না। এই সময়ে নারী নেতৃত্বের খুবই প্রয়োজন । পুরুষের পাশাপাশি এখন নারীরা বহু দূর এগিয়ে যাবার এইতো সময় । নারীদের কাজে যারা বাঁধা সৃষ্টি করে তারা আমাদের সমাজের নারীদের সম্মান করতে জানে না ।