গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারকে আদালতে তলব

    0
    209

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মে,ডেস্ক নিউজঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে দায়েরকৃত মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে তলব করেছে আদালত। তার সঙ্গে গণজাগরণ মঞ্চের আরেক কর্মী সনাতন উল্লাসকে ১৬ জুন আদালতে হাজির হতে বলা হয়। বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তিমূলক’ স্লোগান দেয়ার অভিযোগে ইমরান এইচ সরকারসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই নালিশি মামলা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী।
    মামলার আরজিতে বলা হয়, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশালমিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেয়া হয়। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে এসেছে। এতে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ইমরানসহ অন্য আসামিরা কটূক্তিমূলক স্লোগান দিয়েছেন। তাঁদের স্লোগান মানহানিকর।ইত্তেফাক