গণ-আজাদী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদের ইন্তেকাল

    0
    238

    আমারসিলেট24ডটকম, ১৩জুনঃ গণআজাদী লীগের সভাপতি এবং ১৪ দলের অন্যতম নেতা আলহাজ্ব আব্দুস সামাদ সন্ধ্যা ৬.১৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। আজ দুপুরে নামাজের পর বুকে ব্যাথা অনুভূত হলে সঙ্গে সঙ্গে পিজি হাসপাতালে নেয়া হয়। তার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

    তিনি ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নেতৃবৃন্দ বলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জননেতা আলহাজ্ব আব্দুস সামাদের মৃত্যুতে দেশ আজ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির এক বীরসেনানীকে হারালো। মৃত্যুর সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক সাধারণ সম্পাদক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মলি¬কসহ নেতৃবৃন্দ তার পাশে ছিলেন।