চুনারুঘাটে জি.আর মামলার প্রধান আসামী শামছুর গ্রেফতার

    0
    426

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৭জুন,চুনারুঘাট প্রতিনিধিঃ   চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের আব্দুর রউফ মাষ্টারের স্ত্রী মোছাঃ নূরজাহান বেগম (৬০) কে বরই গাছের চারা গাছ ভাঙ্গাকে কেন্দ্র করে দা দিয়ে মাথায় কুপিয়ে ক্ষত-বিক্ষত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শামছুর রহমান ওরফে সমসু মিয়া আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে গ্রেফতার করেছে।

    জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে হবিগঞ্জ আদালতে জি.আর মামলার প্রধান আসামী শামছুর রহমান ওরফে সমসু মিয়া হাজিরা দিতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। উল্লেখ্য যে, গত ১২ মে শুক্রবার দুপুর ১২টার দিকে পাঁচগাতিয়া গ্রামে নূরজাহান বেগমের নিজ বসতবাড়ির পুকুরপাড়ের রাস্তায় একই গ্রামের মৃত ইয়াকুব উল্লার পুত্র শামছুর রহমান ওরপে সমসু মিয়া পুকুরপাড়ে গিয়ে জোরপূর্বক একটি বরই গাছের চারা ভেঙ্গে ফেললে ঐ সময় নূরজাহান বেগম বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করলে এসময় সমসু মিয়া উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র দা দিয়ে নূরজাহান বেগমকে পুকুরপাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

    এ ব্যাপারে নূরজাহান বেগমের মেয়ে আফরোজা সুলতানা হবিগঞ্জ আদালতে বাদী হয়ে সমসু মিয়া সহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে ঐ মামলায় আদালতে শামছুর রহমান হাজিরা দিতে গেলে তাকে গ্রেফতার করা হয়। শামছুর রহমান ওরপে সমসু মিয়া ঢাকা জিপিও ১০০০ ডাক বিভাগের একজন সরকারি চাকুরীজীবি।