ছাতকে শিক্ষার্থী পেটানোয় প্রধান শিক্ষককে শোকজ

    0
    202

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২১অক্টোবর,ছাতক প্রতিনিধিঃ ছাতকের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে কচ্ছাপাকৃতি ও অন্যান্যদের অব্যাহত লাঠি ও ঝাড়– পেটার অভিযোগে প্রধান শিক্ষককে ৩দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

    মঙ্গলবার বিকেলে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে অভিযুক্ত প্রধান শিক্ষককে এ শোকজ করা হয়। জানা যায়, গত ২৬সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান ৫ম শ্রেনীর ছাত্র মিজানুর রহমানকে একটি লেখা খাতায় দুইবার না লেখায় ক্ষেপে গিয়ে তাকে দীর্ঘক্ষণ কচ্ছপাকৃতি করে রাখায় সে অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীরা তখন তার মাথায় পানি দিলে তার জ্ঞান ফেরে। সরকারি ভাবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও শিশু শিক্ষার্থীদের বেআইনী শাস্তি দেয়ায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তেুাষের সৃষ্টি হয়। শিক্ষার্থীকে পেটানো ও শাস্তির সংবাদ অত্যন্ত গুরুত্ব সহকারে সিলেটের স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের।

    এ ঘটনায় বিকেলেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। আভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের পর গত ৬অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে স্বজনপ্রীতির মাধ্যমে একটি দায়সাড়া তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে ওই তদন্ত প্রতিবেদনটি সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পৌছলে ১৭অক্টোবর অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

    প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমানকে ৩দিনে মধ্যে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে।