জাফলং এ বোমা মেশিনের পাইপে ঢুকে শ্রমিকের মৃত্যু!

    0
    200

    পুলিশ ও জায়গার মালিকের বক্তব্য ভিন্ন, ৫০ হাজার টাকায় সমাধান

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারী:  সিলেটের জাফলং পিয়াইনের বুকে ২৫ ফেব্রুয়ারী দুপুর ১.০৫ মিনিটে হবি মিয়া উরফে ছোট হবি’র গর্তে বোমা মেশিনের পাইপে অাটকা পড়ে গোয়াইনঘাট উপজেলার অালীরগাঁও ইউনিয়নের বুধিগাঁও গ্রামের মৃত অাব্দুল মুছন মিয়ার ছেলে কামাল মিয়া (৫০) এর মৃত্যু হয়৷ এদিকে পুলিশের সহযোগিতায় বোমা মেশিন ও জায়গার মালিকের সহযোগিতায় লাশ দ্রুত উদ্ধার করে মিডিয়া কর্মীদের গোপন রেখে কোন প্রকার পোষ্ট মটাম রির্পোট ছাড়াই লাশ দাফন করা হয়৷ এদিকে কোন প্রকার মামলা না করার জন্য ৫০হাজার টাকা দিয়ে বিষয়টি দামা চাপা দেওয়া হয়েছে৷
    এবিষয়ে এলাকাবাসী জানান অবৈধ ভাবে বোমা মেশিন পরিচালনা বন্ধ হয়ে যাবে এমন অাশংঙ্কায় তারা পুলিশের সহযোগিতায় মিডিয়া কর্মীদের গোপন রেখে দ্রুত ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে নেওয়া হয়৷ এলাকাবাসীর কথায় পুলিশ এবং জায়গার মালিকের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়৷ ফলে বোমা মেশিনের পাইপে পড়ে কামাল মিয়ার মৃত্যু হয়েছে বলেই এলাকাবাসী জানান৷
    এবিষয়ে বোমা মেশিনের মালিক নাজমুল ইসলামের মোবাইল ফোনে (০১৭১১-৯৪০৭৯২) একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি৷
    এবিষয়ে জায়গার মালিক হবি মিয়া উরফে ছোট হবিব মোবাইল ফোন (০১৭১৭৮৭০৬৮৫) ঘটনার সত্যতা স্বীকার জানান তার গর্তের পাড় ধসে বালু চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে৷ পরিবারের কথা বিবেচনা করে এবং তার জায়গায় ঘটনাটি ঘটায় তিনি ২০হাজার এবং বোমা মেশিনের মালিক নাজমুল ইসলাম ৩০হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা নগদে সাহায্য করেছেন৷ তিনি অারও বলেন পরিবারের সদস্যরা খুশি হয়েই লাশ নিয়ে বাড়ী চলে যান৷
    এবিষয়ে গোয়াইনঘাট থানার এস.অাই মনজুরুল মোবাইল ফোনে (০১৭১২৪৮২৮২৫) প্রতিবেদকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান- পাথর তুলে অানতে কামাল মিয়া গর্তে ডুব দিলে দম বন্ধ হয়ে গর্তে মারা যান৷ এমনটি তার শরীরে কোন অাঘাতের চিহ্ন পর্যন্ত নেই৷ অপরদিকে পরিবার এ বিষয়ে কোন অভিযোগও করছে না৷