জুড়ীতে ধর্মঘটের দ্বিতীয় দিনে রিক্সা চলাচলেও বাধা

    0
    207

    হাবিবুর রহমান খান,জুড়ী থেকেঃ ৪৮ ঘণ্টা পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সড়ক সহ এলাকার ব্যবসা প্রতিষ্টান।

    সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধন ও ৮ দফা দাবি আদায়ে সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট গত কাল ২৮অক্টোবর শুরু হয়েছ। সারাদেশের মতো মৌলভীবাজারের জুড়ীতে চলছে পরিবহণ ধর্মঘট। পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিনেও অচল হয়ে পড়ায় জনজীবন চরমে জুড়ী উপজেলার বাসিন্দা।

    এদিকে খোজ নিয়ে জানা যায় জুড়ী শহরে ধর্মঘটের দ্বিতীয় দিনে এসে তিন চাকার রিক্সা চলাচলে বাধা দিচ্ছেন শ্রমিকরা।

    অপরদিকে রোববার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ও যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের। কাঙ্খিত পরিবহন না পেয়ে জরুরী প্রয়োজনে গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে।