জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডঃ২৫লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি

    0
    303

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২০এপ্রিল,জুড়ী,বিশেষ সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে হাজী হামজা কুটু এন্ড নাবিল টাওয়ারের মেসার্স শাহিণ এন্টারপ্রাইজ নামক ডিষ্টিবিউটর (সরবরাহকারী) দোকানে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আগুনে দোকানের মেঘনা ও এসি আই গ্র“ফ এন্টারপ্রাইজ লিঃ এর ফ্রেশ, নাম্বার ওয়ান ও এসি আই এর আটা, ময়দা, চিনি, দুধ, তেল, ড্রিংকস, বিস্কুটসহ বিভিন্ন পণ্যাদি পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    ঘটনাটি গতকাল (১৯ এপ্রিল) বুধবার ভোরে জুড়ী উপজেলা পরিষদ সংলগ্ন বেলাগাঁও গ্রামে অত্র টাওয়ারের নিচতলায় উক্ত এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী জুড়ী নাইট চৌমূহনাস্থ  শাহীন রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আক্কাছ মিয়ার ছেলে শাহজাহান সিরাজের দোকানে ঘটেছে।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন ভোরে ওই দোকানে আগুন লেগে মুহুর্তের মধ্যে সারা দোকানে ছড়িয়ে পড়ে। তাদের ভাষ্যমতে, মসজিদে  ফজরের নামাজ পড়তে যাবার পথে অত্র টাওয়ারে  প্রতি তাদের নজর পড়লে দোকানের ভেতর থেকে ধোয়া দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করে দেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে আপ্রান চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ততোক্ষনে দোকানের প্রায় সব মালই পুড়ে যায়।

    খবর পেয়ে কুলাউড়া ও বড়লেখার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। ওইদিন সকালে জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধূরী মিলি, জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান  হাজী মাছুম রেজা ঘটনাস্থল পরিদর্শন করে এন্টারপ্রাইজ মালিককে শান্তনা প্রদান করেন।