জুড়ীতে মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য শিক্ষা ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত

    0
    208

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১০মে,জুড়ী প্রতিনিধিঃ  মৌলভীবাজারের জুড়ীতে “সুস্থ দেহ সুস্থ মন, সুখী সুন্দর হোক জীবন” এই স্লোগানকে সামনে নিয়ে জনকল্যাণ দৃপ্ত অঙ্গিকারবদ্ধ সামাজিক সংগঠণ জুড়ী উপজেলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ও হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ সহযোগীতায় এবং ডা: মুহিবুর রহমান জুয়েলের একান্ত প্রচেষ্টায় ঢাকাসহ সারাদেশের ৪২ জন এমবিবিএস ডাক্তারের উপস্থিতে ‘মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য শিক্ষা ব্লাডগ্রুপিং’ প্রোগ্রাম বুধবার (১০ মে) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।

    মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য শিক্ষা ব্লাডগ্রুপিং প্রোগ্রামের উদ্বোধন করেন জায়ফরনগর ইউপি চেয়ারম্যান ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য হাজী মাছুম রেজা, উপজেলা আওমীলীগ যুগ্ম আহবায়ক শফিক আহমদ, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটি সহ-সভাপতি হুসনে আরা, জুড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও মক্তদীর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইছহাক আলী ও জুড়ী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, “হাকালুকি নিউজ” সম্পাদক এম এম সামছুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ্য, ৯ টি মেডিকেল বুথের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের ৪২ জন ডাক্তার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ হাজারের অধিক রোগী রেজিষ্টেশনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন।