জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩১ বোতল মদসহ ৫জন আটক

0
117

জৈন্তাপুর,সিলেট প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরুধী অভিযানে ৪টি ব্যান্ডের ৩১ বোতল ভারতীয় মদসহ ৫ জনকে আটক করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুলাই সোমবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সম্মুখে চোকপোষ্ট বসিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ৷ এসময় জাফলং হতে ছেড়ে আসা একটি প্রোবক্স গাড়ী তল্লাসী চালিয়ে ভারতীয় ৪টি ব্যান্ডের ৩১ বোতল মদ উদ্ধার করে পুলিশ৷ এই ঘটনায় মদ পরিবহন করার দায়ে গাড়ী চালক সহ ৫জন কে আটক করা হয় ৷

আটককৃতরা হল- তারা হলেন রাজধানী ঢাকা জেলার দোহার থানার বিক্রমপুর গ্রামের মৃত কবির আহমদের ছেলে সায়েম আহমদ খন্দকার (২০), চাঁদপুর জেলার চাঁদপুর থানার ধনপট্টি গ্রামের সুলতান হাজরার ছেলে নাঈম আহমদ (১৯), নোয়াখালী জেলার সেনবাগ থানার সেনবাগ গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে মো. আল রাহাত শাহরিয়ার (২০), নাওডোবা বাজার থানার মৃত অমলেন্দু দাস এর ছেলে অনিক দাস (২০) ৷ তারা সকলেই রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার বর্তমান বাসিন্ধা বলে জানান৷ এছাড়া তাদের বহনকারী গাড়ী চালক জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউপির ২নং লক্ষীপুর গ্রামের আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম (২০) কে আটক করা হয় ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানার, গোপন সংবাদের ভিত্তিত্বে তাৎক্ষনিক ভাবে থানার সম্মুখে চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে ৪টি ব্যান্ডের ৩১ বোতল মদ সহ আটক করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতার দেখিয়ে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে৷