জৈন্তাপুরে মোবাইল কোর্টে ৮ জুয়াড়ীর ১৫ দিনের কারাদন্ড

    0
    187

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৩অক্টোবর,রেজওয়ান করিম সাব্বির: সিলেটের জৈন্তাপুরে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৮ জুয়াড়ীকে মোবাইল কোর্ট ১৫ দিনের দন্ড প্রদান করে হাজতে প্রেরন করেছে৷

    এলাকাবাসী ও মোবইল কোর্ট সূত্রে জানাযায়- গত ২ অক্টোবর রাত ৯ ঘটিকার সময় সিলেট ডিবি পুলিশের একটি বিশেষ টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত পূর্ব বাজররের কালা মিয়ার মার্কেটে অভিযান পরিচালনা করে করগ্রামের সোবহান মিয়ার পরিচালিত জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৮জুয়াড়ীকে অাটক করে৷ অাটককৃতরা হল উপজেলার খলাগ্রামের মাহমুদ অালীর ছেলে কবির অাহমদ (৪৭), ডেমা গ্রামের মুহিবুর রহমানের ছেলে অাল অামিন (২০), চাল্লাইন গ্রামের অালী বক্স এর ছেলে বিলালুর রহমান (৩২), বারগাতি গ্রামের ইয়াকুব অালীর ছেলে অাশরাফুল অাম্বিয়া (৩২), বাউরভাগ দক্ষিন গ্রামের মৃত কনু মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৫), গর্দ্দনা গ্রামের মৃত অাব্দুল হাসিমের হাছিমের ছেলে অাহমদ অালী (৪০) এবং শ্রীখেল গ্রামের মছব্বির অালীর ছেলে তাজ উদ্দিন (৩৩)৷
    গতকাল ৩ অক্টোবর সোমবার দুপুর ১টায় ডিবি পুলিশের বিশেষ টিম সহকারী কমিশনার ভূমি ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট অাদালতে হাজির করা হয়৷ সহকারী কমিশনার ভূমি সালাহ উদ্দিন অাহমদ তাদেরকে মোবাইল কোর্ট অাইন ১৮৬৭ এর ৪ধারায় প্রত্যেক অাসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়৷