জৈন্তাপুরে শত্রুতার জেরে ঘরে অগ্নি সংযোগের অভিযোগ

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২ডিসেম্বর,রেজওয়ান করিম সাব্বিরঃ জৈন্তাপুরে আপন চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে আগ্নি সংযোগের অভিযোগ পাওয়া যায়।

    অভিযোগ সূত্রে ও সরেজমিনে এলাকাবাসীদের সাথে আলাপকালে জানাযায়- গত ১লা ডিসেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামের মৃত আনফর আলীর ছেলে মোঃ ইব্রাহিম আলী(৬৫) সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচাতো ভাইদের সাথে দীর্ঘ ২ বৎসর যাবৎ বিরোধ চলে আসছে।

    স্থানীয় ভাবে একাধিকবার সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি উভয়ের মধ্যে সমঝোতার মাধ্যেমে নিস্পতির করলেও পরবর্তীতে বিবাদীগন না মেনে নানান ভাবে হুমকী ধমকী দিতে থাকে।

    একপর্যায় পূর্ব পরিকল্পনানুযায়ী বাড়ীর পুরুষ লোকজন স্থানীয় হাটে চলে গেলে বিবাদী উপজেলার ছাতারখাই গ্রামের ইন্তাজ উল্লাহর ছেলে আমিন উদ্দিন(২৮), আবুল হোসেন(৩২), আফতাব উদ্দিন(২৫), মৃত আব্দুল হাসিমের ছেলে ইন্তাজ উল্লাহ(৫৮), মৃত ওয়াছির আলীর ছেলে আহমদ আলী(৬০), ইন্তাজ উল্লাহর স্ত্রী রচনা বেগম(৫০) সহ অজ্ঞাত ব্যক্তিরা সংঘবদ্ধ ভাবে ইব্রাহিম আলীর বসত ঘরে অগ্নি সংযোগ করেছে বলে বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন।

    সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দরবস্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তফাজ্জুল আলীর সাথে আলাপকালে তিনি প্রতিবেদককে জানান- ইব্রাহীম আলীর সাথে তার আপন চাচাত ভাইরা জায়গা জমি নিয়ে দীর্ঘ ২বৎসর যাবত বিরোধ চলে আসছে।

    একাধিক বার শালিস বৈঠকে নিষ্পত্তি করা হলেও ফের বিবাদীরা ইব্রাহিমের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। মুলতঃবসত ভিটা দখল নিতেই তারা এই অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমি শুনতে পাই।

    একই বক্তব্য রাখেন গ্রামের মুরব্বী মোঃ আলী, জিয়াউল হক, সামসুদ্দিন। এদিকে ইব্রাহিম আলীর পরিবার বসতঃ ঘর পুড়ে ফেলায় ছেলে সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করেছে।

    এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।