দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী ইরান

0
174

আমার সিলেট ডেস্ক রিপোর্ট: বিগত দশকে যেভাবে বাংলাদেশের অগ্রগতি হয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। বর্তমান সরকারের মাননীয়
প্রধানমন্ত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে এই উন্নয়ন সম্ভব হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে কোন কুটনীতিকদের মন্তব্য করা উচিত নয়। যে সকল কুটনীতিকগণ একটি স্বাধীন দেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে মন্তব্য করছেন তাদের কুটনীতিক শিষ্টাচারের বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। বাংলাদেশের আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমন্ত্রণ
পেলে পর্যবেক্ষক পাঠাবে ইরান।
অদ্য ২২ জুন ২০২৩, সকালে ইরান দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালকবৃন্দের সাথে মতবিনিময়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, সার্ক মানবাধিকার
ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, ফোরামের পরিচালকবৃন্দ যথাক্রমে- বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আহম্মদ আবুল কালাম, বিবি আচিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: মনির হোসেন।প্রেস বিজ্ঞপ্তি