নড়াইলে আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত

0
132

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি:“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার,সমুন্নত রাখবো তাদের অধিকার” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩। আজ সোমবার দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ,নড়াইল এর আয়োজনে র‌্যালী ও দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ( টিটিসি) চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্র( টিটিসি) সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) শাশ্বতী শীল এতে প্রধান অতিথি ছিলেন।
নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্র এর অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন এর সভাপতিত্বে¡ জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী, নড়াইল পৌরসভার সচিব মোঃ ওহাবুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী সরকারি কর্মকর্তা,বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিনিধি, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক,অভিবাসীসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।