মৌলভীবাজারে প্রতিদ্বন্দিতা করছেন ২০ প্রার্থী:২ প্রার্থী আদালতের অপেক্ষায়

0
140

আমার সিলেট রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রির্টানিং অফিসারের কার্যালয় থেকে আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

মৌলভীবাজারে চারটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় ২০ জন প্রাথী নির্বাচনে প্রতিন্দন্ধিতা করছেন। অপরদিকে ২ জন প্রার্থী উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পেতে রিট করেছেন জানালেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সোমবার রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক প্রাপ্তির পর প্রচার প্রচারনায় নেমেছেন সকল প্রার্থী।
এদিকে মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: জিল্লুর রহমানসহ অন্যান্য প্রার্থীরা।

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে ভোট চাইলেন মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল কমলগঞ্জ নির্বাচনী এলাকার ৬ বারের নির্বাচিত সাবেক এমপি ও সপ্তম বারের মত নৌকার মাঝি হিসাবে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।