নড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
107

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: “অসমতার বিরুদ্ধে লড়াই করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষ্যে নড়াইলে ভ’মিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার () জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়েে সহযোগীতায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভ’মিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। পরে র‌্যালী ও ভ’মিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নেজারত ডেপুটি কালেক্টটর মোঃ আসিফ উদ্দিন , বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও সদস্যগন,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।