নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

0
126

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে“ আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস ”পালিত হয়েছে।
আজ শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে দুদকের সহযোগীতায় জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নড়াইলের আয়োজনে জাতীয় ও দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালী ,মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশন জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেষ্টুন ও বেলুন উড়ানোর পর উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ দূর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় ” বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকাইনা,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধূরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিক , সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক,রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।