নড়াইলে ঈদ উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা

0
127

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: আসন্ন ঈদ -ঊল আযহাসহ জেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে নড়াইলে আইন শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্সের টিনসেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মঈনুল হক, বিপিএম (বার) পিপিএম।

নড়াইলের পুলিশ সুপার  মোসা: সাদিরা খাতুন এর সভাপতিত্বে জেলা আনসার কমান্ড্যান্টর বিকাশ চন্দ্র দাস,নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও  সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন,    জেলা কমিউনিটি পুলিশিং এ সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিক, সাধারন সম্পাদক ও নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যাবসায়ি, সুশীল সমাজের প্রতিনিধি,  জেলা পুলিরে পদসস্থ কর্মকর্তা ও সদস্য, গ্রাম পুলিশ সদস্য  এ সময় উপস্থিত ছিলেন। 
সভায় আসন্ন ঈদ উল আযহাসহ পরবর্তি সময়ে জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, ইভটিজিং, গুজব প্রতিরোধসহ অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে  উপস্থিত সকলকে  একসাথে কাজ করার আহবান জানানো হয়।