নড়াইলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
142

নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী “ জাতীয় শোক দিবস ২০২৩ ”যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন,নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়।
সভায় আগামী ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস ২০২৩”পালনের জন্য সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর‌্যাল, শোক র‌্যালী,প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, যুবকদের মাঝে চেক বিতরণ, কবিতা,রচনা,চিত্রাংকন,হমদ-নাথ প্রতিযোগীতা, খাবার বিতরণ, বৃক্ষের চারা বিতরন,প্রামান্য চিত্র প্রদর্শন,দোয়া, বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,আইনজীবি,সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি. সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষক , মহিলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।