নড়াইলে শব্দদূষণ প্রতিরোধ অভিযান চালিয়ে ৪ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

0
143

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইলে শব্দদূষণ প্রতিরোধে অভিযানে ৪টি যানবাহন থেকে ৯ হাজার টাকা জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে শহরের ঘোপাখোলা মোড়ে নড়াইল- লোহাগড়া-কালনা মহাসড়কের জোড়াপাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮১(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ০৪ টি যানবাহনের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের করে ৯ হাজার (৯,০০০) টাকা জরিমানা করা হয় এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এ সময় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বাস, ট্রাক, কাভার্ড ট্রাক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ ও মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদিসহ আনসার ব্যাটেলিয়ান এর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদি জানান,পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের পক্ষ থেকে শব্দদূষণের প্রতিরোধে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।