নড়াইলে শহীদ বুদ্ধিজীবি দিবসে পুস্প স্তবক অর্পন ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচি পালিত

0
86

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবি দিবস নড়াইলে পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বধ্যভুমিতে পুস্প স্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পক্ষে,জেলা প্রশাসন , জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, সদর উপজেলা, ,গনপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস,জেলা কারাগারসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।
সকাল ৮ টায় দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সকাল ৯ টায় জেলা জজ কোর্টের পার্শ্বে অবস্থিত বধ্যভুমিতে পুস্প স্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, স্থানীয় সরকার বিভাগ , নড়াইলের উপ পরিচালক জুলিযা শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদ পারভেজ, এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা আওয়মীরেিগর সভাপতি রাবেয়া ইউসুফ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি আ্যাডঃ আলমগীর সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা গোলাম কবির,বীরমুক্তিযোদ্ধা এস,এম বাকী, বীরমুক্তিযোদ্ধা মো:তবিবুর রহমান, সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা শিশু একাডেমিতে চিত্রাংকন, আবৃতি, দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতা এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।