নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩’র উদ্বোধন

0
148

সুজয় বকসী,ড়াইল প্রতিনিধি: “গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে সপ্তাহব্যাপী (২৩-২৯ আগষ্ট-২০২৩) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নড়াইল এর আয়োজনে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্টিত হচ্ছে।
বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
পরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরন শেষে অতিথিবৃন্দ মেলায় আগত সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফলদ,বনজ ও ঔষধী বৃক্ষের ষ্টল পরিদর্শন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর , নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, সামাজিক বনায়ন জোন, নড়াইলের সহকারি বন সংরক্ষক অমিতা মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, গনমাধ্যমকর্মি, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফলদ,বনজও ঔষধী বৃক্ষের ১৪ ষ্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য ষ্টল খোলা থাকবে।