নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

0
26
নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় ঈদের প্রথম জামাতে কথা বলছেন জেলা প্রশাসক।

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের একটি ঈদ-উল-ফিতরের প্রধান ঈদ জামায়াত নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।
প্রধান ঈদ জামাত এ ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ ওয়াকিউজ্জামান।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মো: আরাফাত হোসেন,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবি সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামায়াতে শরিক হন।

কালিয়া বেন্দারচর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
এছাড়া সকাল সাড়ে ৭ টায় পুলিশ লাইনস্ সংলগ্ন ঈদগাহ, জেলা কারাগার সংলগ্ন ঈদগাহ, সকাল ৭.৪৫ টায় সদর থানা পুলিশ ষ্টেশন ঈদগাহ , সকাল ৮ টায় রুপগঞ্জ বাজার জামে মসজিদ, বরাশুলা ঈদগাহ, পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ, শাহাবাদ মহিলা মাদ্রাসা ঈদগাহ , আলাদাৎপুর জামে মসজিদ ঈদগাহ,কুড়িগ্রাম পশ্চিম পাড়া ঈদগাহ, সকাল সাড়ে ৮ টায় ভওয়াখালী ক্লাব মাঠ ঈদগাহ , মাছিমদিয়া ঈদগাহ এবং রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় প্রথম জামাত ও সাড়ে ৮ টায় ২য় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য মসজিদ ও ঈদগাহে মসজিদ কমিটির সুবিধা মত সময়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ।