নড়াইল প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত

0
148

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি:
নড়াইল প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে স্মরনিকা প্রকাশনা উৎসব এবং নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নড়াইল প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে স্মরনিকা প্রকাশনা উৎসব এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এর আগে অতিথিবৃন্দ নড়াইল প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরি পরিষদের সদস্য ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু এর সভাপতিত্বে , জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশরী বিশ্বজিৎ কুন্ডু, গনপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদ পারভেজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, সহকারি কমিশনার রাকিবুল ইসলাম, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু, নব নির্বাচত সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নবনির্বাচিত সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, কোষাধক্ষ্য সুজয় বকসী, প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্যসহ সাধারন সদস্যগন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেটট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল প্রেসক্লাবের নব নির্বাচত কমিটির সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী ( দৈনিক ওশান), সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম ( মাছরাঙ্গা টেলিভিশন), কোষাধক্ষ্য সুজয় কুমার বকসী ( আরটিভি , বাংলাদেশ বেতার )।
এছাড়াও কার্যকরী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মলয় কান্তি নন্দী ও মো.হাফিজুর রহমান( সাপ্তাাহিক নড়াইল বার্তা ) , যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাড: তারিকুজ্জামান লিটু (দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন) ও এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুন্সি আছাদুর রহমান (ইনডিপেন্ডেন্ট টিভি), দফতর সম্পাদক লুৎফুল আলম সজল (দৈনিক প্রতিদিনের সংবাদ), নির্বাহী সদস্য এনামুল কবীর টুকু (বিটিভি ),শামীমুল ইসলাম টুলু (দৈনিক সমকাল),এম মনির চৌধুরী (এন টিভি ),কার্তিক দাস (দৈনিক বংলা) ,সুলতান মাহমুদ (দৈনিক অবজারভার ) , মিরাজ খান (বৈশাখী টেলিভিশন)।