নড়াইলে তথ্য অধিকার আইন ও সাংবাদিকতা বিষয়ক রির্পোটিং প্রশিক্ষন

0
553
নড়াইলে তথ্য অধিকার আইন ও সাংবাদিকতা বিষয়ক রির্পোটিং প্রশিক্ষন

সুজয় বকসী,নড়াইলঃ বাাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট ( পিআইবি) সম্মেলন কক্ষ থেকে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে নড়াইল জেলার সাংবাদিকদের সাথে দিন ব্যাপী “তথ্য অধিকার আইন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক রির্পোটিং ” প্রশিক্ষন কর্মশালার আজ বুধবার ১১ আগস্ট অনুষ্ঠিত হয়। কর্মশালার সভা প্রধান ছিলেন বাাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট ( পিআইবি) মহাপরিচালক মোঃ জাফর ওয়াজেদ ।
প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ সংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড.প্রদীপ কুমার পান্ডে। বাাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট ( পিআইবি) এর কর্মকর্তাগন সহ প্রশিক্ষনার্থী গনমাধ্যম কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইনে স্ব স্ব অবস্থানে এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ গ্রহন করে। তথ্য অধিকার আইনের বিভিন্ন বিষয় এবং এর সাথে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষনে আলেঅচনা করা হয়। বাাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট ( পিআইবি) এর আয়োজন করে।