নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ-২০ জন আহত

    0
    236

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০১মে,নড়াইল প্রতিনিধি: নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার  ও আজ সোমবার সকাল পর্যন্ত সদর উপজেলার ভান্ডারীপাড়া, বিলডুমুরতলা, সরসপুর, বাগডাঙ্গা, বরাশুলাসহ বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে প্রিয়তি বিশ্বাস(৫), সাদিয়া (৪), শুকুরোন (৫০) , সোহাগ (২৪), জান্নাতি (৬), রাকায়াত (৩), রনি (৫), বনি (২৭), হাসান (৬), সুরাইয়া (৯)সহ ২০ জন আহত হয়েছে।

    এদের বেশির ভাগই শিশু। আহত বাগডাঙ্গা গ্রামের টুটুল মোল্যার ছেলে হাছিব মোল্যা (৭) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
    সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আলোক কুমার বাগচী জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্তু ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।