বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে পোষ্টারে কুরুচিপূর্ণ বক্তব্য

    0
    208

    “ছাতকে প্রতিবাদ সভায় গ্রামবাসির নিন্দা”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর,চান মিয়াঃ  ছাতকে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি সম্বলিত একটি বিতর্কিত পোষ্টার নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে এলাকায় নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

    সোমবার উপজেলার দোলারবাজার ইউপির পালপুর গ্রামের আবুল হোসেনের বাড়ির আঙ্গিনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় এ আশংকাই ব্যক্ত করলেন গ্রামবাসি। বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিল মানিকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুুল জলিল, সাবেক সদস্য আকিকুর রহমান, হাজি আব্দুল মালিক, হাজি আশক আলি, আব্দুল কাদির-জালু মিয়া, মোতাওয়াল্লি মামুনুর রহমান জুয়েল, কাজি লিয়াকত আলি, সমছু মিয়া, জুবেদ আলি, সামছুল হক, কামাল আহমদ, আব্দুল কাদির, আব্দুর রহিম, মাহমুদ কবির, এনায়েতুল্লাহ, সাজুর আলি, বসির মিয়া, রাকিম আলি,আব্দুল বারি, সিরাজ মিয়া, মানিক মিয়া, আব্দুল খালিক, জিলু মিয়া, মতছির আলি, আব্দুল হাসিম, আলতাব আলি, আব্দুল মুকিত-কচি, শামিম আহমদ প্রমূখ।

    সভায় অভিযোগ করা হয়, গ্রামের কুখ্যাত নূর মিয়া লায়েক পতিত ভূমির একাধিক গাছ হোসেনের কাছে বিক্রি করলে পঞ্চায়েতের ৫টি সমঝোতা বৈঠকে উপস্থিত হননি।

    বিষয়টি মসজিদের ক্যাশিয়ার সুনু মিয়া নিষ্পত্তির প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। অবশেষে ১৯নভেম্বর পালপুর জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে অব্দুল জলিল মানিক, ইউপি সদস্য আব্দুল জলিল, সাবেক সদস্য আকিকুর রহমান, মিলন, সেবুল, শাহজাহানও এমাদসহ অন্যান্যের উপর বন্দুকের গুলি চালায়। টিএম আহসান মাহবুব, শাহ আলম, হোসেন ও লন্ডনী ফখরের বন্দুকের গুলিতে মিলন, সেবুল, শাহজাহান,এমাদসহ ৫জন গুলিবিদ্ধ হন।

    এব্যাপারে আবুল হোসেন বাদি হয়ে থানায় মামলা (নং ১৯, তাং ২০.১১.২০১৬ইং) দায়ের করলে আব্দুল জব্বার-মোশাহিদ, হোসেন ও শাহআলমকে প্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। কিন্তু মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে পোষ্টারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি দিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গ্রামবাসিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে নূর মিয়াচক্র। পোষ্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন ইউপি চেয়ারম্যান বেল্লাল আহমদের ফটো ব্যবহার করে পালপুর ফুলকলি সমাজ কল্যাণ সংস্থার নামে প্রচার করা হয়।

    পোষ্টারে পালপুর গ্রামের সমাজসেবী ইউপি সদস্য আব্দু জলিল, সাবেক সদস্য আকিকুর রহমানও ফখর উদ্দিনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালিনও আক্রমনাত্মক বক্তব্য প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দ এরসাথে জড়িদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।