সুনামগঞ্জ সীমান্তে গণপিটুনিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু

    0
    187

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বরঃ  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে গণপিটুনিতে বশির আহমদ (৩৩) নামের এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে  বিজিবি।

    সোমবার সকাল ৮টার দিকে তাহিরপুর সীমান্তবর্তী ভারতের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত বশির আহমদের বাড়ি তাহিরপুর উপজেলার কলাগাঁও ইউনিয়নের শ্রীপুর নামক গ্রামে।

    বিজিবি জানিয়েছে, সোমবার সকাল ৮টায় সীমান্ত পার হয়ে বড়ছড়ায় পার্ক করা কয়লার একটি ট্রাক থেকে তেল চুরির সময় স্থানীয় লোকজন ওই যুবককে ধরে গণপিটুনি দেয় বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    বিজিবি আরো জানায়, বশির আহমদ বড়ছড়া পয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। বড়ছড়া এলাকায় একটি ট্রাকে তেল চুরির সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন।

    পরে বশিরকে ভারতীয়রা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ভারতের বড়ছড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

    এদিকে, লাশ ফেরত আনতে ভারত-বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠক হয়েছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান বিজিবি।

    বিজিবির ২৮ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম জানান, নিহত বশিরের লাশ আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে পতাকা বৈঠক হয়েছে।