বাঁধের মাটি কাটার অপরাধে চুনারুঘাটে দুই লাখ টাকা জরিমানা

0
132

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রশাসনের কড়া নির্দেশনার পরও থামছে না চুনারুঘাটে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন।
কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু ও নদীর প্রতিরক্ষা বাঁধসংলগ্ন এলাকায় মাটি উত্তোলন করছে প্রভাবশালীরা। নদীর পাড়ে বালু ফেলার ফলে নষ্ট হচ্ছে পাড়ের ফসলি জমির উর্বরতা। এমন কী ট্রাক, ট্রাক্টর, এক্সক্যাভেটর দিয়ে নদীর তীরের প্রতিরক্ষা বাঁধ নির্বিচারে কাটছে তারা। নদীর এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও সেতুর আশপাশেই বালু উত্তোলন করা হচ্ছে। বুধবার বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার ব্রিজের ১ কিলোমিটার দক্ষিণে গঙ্গানগর খোয়াই নদীতে ভ্রাম্যমাণ
আদালতের অভিযান চালানো হয়। অভিযানে
খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধসংলগ্ন এলাকায়
এক্সক্যাভেটর দিয়ে নদীর বাঁধ কেটে মাটি নেওয়ায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। এ সময় মাটি কাটার এক্সক্যাভেটর ও একটি ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেনের জিম্মায় দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক।