বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে নড়াইলে জেলা এ্যাডভোকেসি সভা

    0
    202

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৪এপ্রিল,নড়াইল  প্রতিনিধিঃ   সকল শিশুর পূর্ন টিকা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব টিকাদান সপ্তাহ ( ২৪-৩০ এপ্রিল) পালন উপলক্ষ্যে নড়াইলে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  নড়াইলে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ আমিন আহম্মেদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সিদ্দিকুর রহমান।

    সভায়  পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপ-পরিচালক মোঃ শামসুল আলম, সদর উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডাঃ আসাদুর জ্জামান মুন্সি, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  বিদ্যুৎ কান্তি পাল, ইউনিসেফ প্রতিনিধি আঃ রাজ্জাক, কৃষিকর্তা মোঃ নজরুল ইসলাম,সরকারি কর্মকর্তা, ডাক্তার ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,  মসজিদের ইমাম, পুরোহিত,সাংবাদিকসহ মোট ৬০ জন উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, এই টিকা সপ্তাহে  বিভিন্ন সময়ে টিকা থেকে বাদ পড়া সকল শিশুকে বাছাই করে টিকা প্রদান করা হবে এবং সচেনতা বৃদ্ধি মুলক প্রচার করা হবে। জেলা স্বাস্থ্য বিভাগ  এর আয়োজন করে।