বেনাপোল সাংবাদিক দেবুল কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলা

    0
    196

    বাড়ীঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট 

    বেনাপোল প্রতিনিধি : দৈনিক সংবাদ পত্রিকার বেনাপোল প্রতিনিধি দেবুল কুমার দাসের ওপর শনিবার দুপুরে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।
    আহত দেবুল কুমার জানান, দুপুরের দিকে দেবুল কুমার বাজার থেকে বাসায় ফেরার পথে স্থাণীয় সন্ত্রাসী উজ্জলের নেতৃত্বে সন্ত্রাসীরা দেবুল কুমারের ওপর হামলা চারিয়ে তাকে পিটিয়ে জখম করে । পরে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে তার স্ত্রীকে লাি ত করে।
    গুরুতর আহতাবস্থায় তাকে স্থাণীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। দেবুল কুমারের সাথে উজ্জ্লের পুর্ব শত্রুতা চলে আসছিল দীর্ঘদিন থেকে। উজ্জল সেই সুযোগ কাজে লাগিয়ে আজ তাকে পিটিয়ে জখম করে। ইতিপূর্বে দেবুলকে বেশ কয়েকবার হত্যার চেস্টা চালিয়ে আসছিল উজ্জল বাহিনী। দেবুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, মানবাধিকার কমিশন, বেনাপোল টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, বেনাপোল রিপোর্টারস ইউনিটসহ বিভিন্ন সংগঠন। হামলা কারীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।